আমরা কম বেশি সবাই শুনে থাকি ক্যামেরাটি 60FPS বা 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে, আবার যারা গেমিং করে থাকে তাদের মুখে শুনতে থাকবেন যে 90FPS এ গেমিং করতেছে। তাহলো এই এফপিএস কি? কিভাবে কাজ করে FPS?
FPS কি?
FPS এর পুর্নরুপ হলো Frame Per Second ভিডিও নিয়ে একটু রিসার্চ করলেই দেখতে পারবেন 30Fps, 60 Fps ইত্যাদি তে ভিডিও রেকর্ড করা হয়।
FPS জানার আগে আমাদের জানতে হবে ভিডিও কি? ভিডিও কিভাবে কাজ করে?
ভিডিও কি?
ভিডিওর অপর নাম হলো Motion Picture ভিডিও মানে হল অনেক গুলো স্থির পিকচার থাকে যা একের পর এক রান করে, দেখতে একটা অ্যানিমেশন এর মত মনে হয় তা চলমান মনে হয়। ক্যামেরা দিয়ে যখন ভিডিও করা হয় তখন ক্যামেরা এক সেকেন্ড এ অনেক গুলো তোলে; এক সেকেন্ড সময়ে কতগুলো ছবি তোলে সেটাই ঐ ক্যামেরার এফপিএস।
যেমনঃ 20 FPS, 30 FPS ইত্যাদি।
আপনি যখন প্রতি সেকেন্ডে ২০/৩০ টি ছবি দেখবেন তা একটা অ্যানিমেশন এর মত মনে হবে।মুলত এটাই ভিডিও। ফ্লিপবুকে অনেক গুলো ছবি আঁকানো থাকে যা একের পর এক আঁকানো থাকে।
একি ভাবে অ্যানিমেশন ড্র করা হয়।যা ভিডিওর মত মনে হ্য়। যদি ক্যামেরা দিয়ে 24 FPS এ ভিডিও করা হয় এর মানে প্রতি সেকেন্ডে ক্যামেরা দিয়ে 24 টি ছবি তুলবে, এরকম একেকটি ছবি কে একেকটি ফ্রেইম বলা হয়।যত ফ্রেইম তত এফপিএস।যখন নির্দিষ্ট এফপিএস এ ছবি তোলা হয় তা একসাথে যুক্ত হয়ে যায়।
FPS কিভাবে কাজ করে?
একটা নির্দিষ্ট এফপিএস এ ভিডিও করা উচিত।অনেকেই ভাবে যে বেশি এফপিএস এ ভিডিও করা ভালো। যা মোটেই ঠিক নয়।বেশিরভাগ মুভিতেই 24 এফপিএস এ ভিডিও শ্যুট করা হয়।এর কারণ হলো 24 এফপিএস এ প্রচুর মোশন ব্লার থাকে রিয়েলিস্টিক মনে হয়।রিয়েল ভিউ পাওয়া যায়।একে সিনেমেটিক ফ্রেইম বলে।
স্ট্যান্ডার্ড হলো 30 এফপিএস, যা টিভিতে বা ইউটিউবে আমরা দেখে থাকি।30 ও 20 এফপিএস এর মধ্যে কোন পার্থক্য নেই।ইউরোপ ও আমেরিকাতে শুধু আলাদা নামে ডাকা হয়।
Higher FPS কি? কখন ব্যবহার করা হয়?
সাধারণত 60 FPS , 90FPS ,120FPS কএ Higher FPS বলা হয়। তাহলে হাইয়ার এফপিএস এ ভিডিও করা হবে কখন? যদি কেউ স্লো মোশনে ভিডিও করতে চায় তাহলে হাই এফপিএস এ ভিডিও করতে হবে। যদি কেউ 60 এফপিএস এ ভিডিও করে তাহলে সেটা স্লো করে দিলেই 30 এফপিএস হয়ে যাবে। যদি কেউ 120 এফপিএস এ ভিডিও করে সেটা 4 গুন স্লো করা যাবে।
এখন পর্যন্ত মানুষ সবচেয়ে স্লো ভিডিও করেছে 10 ট্রিলিয়ন এফপিএস এ। কনজ্যুমার ক্যামেরা তে 5 লাখ ফ্রেইম পর্যন্ত এফপিএস আছে।
120 FPS কি ব্যাবহার করা উচিত?
120 এফপিএস এ ভিডিও শ্যুট করলে কিছু সমস্যা হয়।যদি সেটা স্লো মোশন না করা হয়।আমাদের চোখ সবসময় যা দেখে সেখানে একটা মোশন ব্লার দেখে; কিন্তু 120 এফপিএস এ এই ব্লার থাকে না।তাই ভিডিও রিয়েলিস্টিক মনে হয় না।যা দেখতেও ভাল লাগে না। আবার যখন এডিট করা হয় তখন বেশি লোড পড়ে ও ঝামেলা হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বেশি এফপিএস এ ভিডিও করা হয় না।
যত কম এফপিএস এ ভিডিও করা হয় তত খরচ কম হয়।যদিও তারা 24 এফপিএস এর নিচে ভিডিও করে না।নরমাল ভিডিও শ্যুট করার ক্ষেত্রে 30 এফপিএস ব্যবহার করা ভালো।
আর স্লো মোশন করার ক্ষেত্রে 60 এফপিএস, 120 এফপিএস এ ভিডিও করলে ভালো হবে; যদি ক্যামেরার অ্যাবিলিটি থাকে তাহলে হাই এফপিএস ইউজ করে তা স্লো মোশন করলে অনেক ভালো মানের ভিডিও পাবেন।