প্রথমে বলে রাখা ভালো এই পোস্টে যতগুলো সার্ভারের লিংক পাবেন এই লিংকগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি এই লিংকে কেবল প্রবেশ করতে পারবেন। ব্রডব্যান্ড ইউজাররা নেট প্যাকেজের বিজ্ঞাপনে দেখবেন, বিশেষ করে লেখা থাকে যে YouTube স্পিড আর FTP সার্ভারের স্পিড আলাদা। যেমন আপনি 5Mbps এর প্যাকেজে YouTube আর FTP সার্ভারের স্পিড ২০/৩০ Mbps দেওয়া থাকে। FTP সার্ভার হচ্ছে আপনার ISP এর সার্ভারের কম্পিউটারের ফোল্ডার যেখানে তারা নিজেদের পছন্দ মতো মুভি, সিরিজ, গান, গেমস, সফটওয়্যার ইত্যাদি আপলোড করে হয়ে থাকে। যারা হেভিওয়েট ইউজার রয়েছেন তাদের জন্য BDIX Movie Server ছাড়া একটা দিনও কল্পনা করা কঠিন।
বর্তমানে দেশের সকল ISP তেই BDIX সার্ভারের সুবিধা দিয়ে থাকে। BDIX সার্ভার হচ্ছে দেশের প্রতিটি একক ISP এর FTP সার্ভারকে দেশের সকল ব্রডব্যান্ড ইউজারদের জন্য Available করে দেওয়া। মানে আপনি Link3 এর FTP সার্ভার Link3 এর ইউজার না হয়েও ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ISP এর BDIX বহিভূর্ত সার্ভার থাকে যেটা এক্সক্লুসিভ আকারে থাকে। মনে রাখবেন, টরেন্ট এর থেকে FTP সার্ভার অনেক উত্তম। কারণ আপনি দেশীয় TorrentBD থেকেও যদি কোনো কিছু ডাউনলোড করতে চান কিন্তু যদি সেটার সিড না থাকে তাহলে কিন্তু কোনো স্পিডই আপনি পাবেন না। কিন্তু FTP সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে Seed/Leech এগুলো নিয়ে মাথা ব্যাথা থাকে না।
BDIX কি?
BDIX এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Internet Service Exchange, এখন ধরুন আপনার ISP বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নূন্যতম ১টি FTP সার্ভার রয়েছে। এই একটি সাভার্র থেকে আপনি যত স্পিডেরই নেট সংযোগ নিয়ে নেন না কেন ওই সার্ভার থেকে প্রচুর দ্রুত স্পিডে আপনি ফাইলসগুলোকে ডাউনলোড করতে পারবেন। এখন এভাবে বাংলাদেশের সকল উচ্চপর্যায়ের ISP বা বড় বড় মেজর ISP প্রতিষ্ঠানগুলো মিলে BDIX তৈরি করেছে। অর্থাৎ ধরুন বাংলাদেশের ১০০টা ISP মিলে BDIX তৈরি করেছে তাহলে আপনার ISP যদি BDIX সমর্থিত হয়ে থাকে তাহলে আপনি BDIX Server থেকে মানে ওই ১০০টা ISP এর FTP সার্ভারগুলো থেকে হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন।
BDIX Server BD
আমার ব্যক্তিগত জানা মতে দেশে প্রায় 350+ BDIX FTP পাবলিক সার্ভার রয়েছে। তবে আপনার জন্য ২০ টির বেশি প্রয়োজন হবে না। নিয়মিত আপডেট পেলে মাত্র ১/২টা সার্ভারেই আপনি মুভি, গান, সফটওয়্যার, গেমস সবকিছুই পেয়ে যাবেন। আমাদের পোস্টটা ২০২১ এর সাথে মানানসই করে আপডেট করা হয়েছে।
(এখানে থাকা সকল সার্ভারের লিংকগুলো “pcbuilderbangladesh.com” থেকে সংগ্রহ করা)
Plex.tv/link gives you one place to find and access all the media that
matters to you. From personal media on your own server, to free and on-demand Movies &
Shows, live TV, podcasts, and web shows, to streaming music, you can enjoy it all in one app, on any device.
plex.tv/link code
plex.tv/link
http //plex.tv/link