- ভারতীয় সরকার ব্যান করল 54 টি বিদেশি কোম্পানির অ্যাপ।
- এর আগে 2020 সালের সেপ্টেম্বর মাসে অসংখ্য বিদেশি কোম্পানির অ্যাপ ব্যান হয়েছিল।
- Free Fire গেমটি PUBG গেমের নকল করছে বলে অভিযোগ তুলেছিল Krafton।
ভারতে আরও একবার বিদেশী কোম্পানীর অ্যাপগুলির ভবিষ্যত সংকটে। এর আগে 2020 সালের সেপ্টেম্বর মাসে অসংখ্য বিদেশি কোম্পানির অ্যাপ ব্যান হয়েছিল। যার মধ্যে ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম PUBG। ভারতীয় মোবাইল গেমারদের জন্য আবার নতুন ধাক্কা! ভারতীয় সরকার ব্যান করল 54 টি বিদেশি কোম্পানির অ্যাপ। App Store এর মাধ্যমে তাদের অ্যাক্সেস ব্লক করা হয়েছে। Ministry of Electronics and Information Technology এর তরফে 54টি অ্যাপের একটি লিস্ট রিলিজ করে ব্যান করার জন্য রিকমেন্ড করা হয়েছে। এই লিস্টে নাম রয়েছে Garena Free Fire গেমটির, যা দেখে বাকরুদ্ধ ভারতীয় গেমিং ইন্ডাস্ট্রি। সিঙ্গাপুরের কোম্পানি Sea Ltd. এর গেম Free Fire একটি ব্যাটেল রয়্যাল গেম। এবিষয়ে সরকার জানিয়েছে, “এটি যেকোনো কম্পিউটার রিসোর্সের মাধ্যমে যেকোনো ডেটার ইন্টারশেপসন বা মনিটরিং বা ডিক্রিপশনের জন্য নির্দেশ জারি করার ক্ষমতা আছে।” রিপোর্ট অনুযায়ী, সিকিউরিটির কারণেই ব্যান হয়েছে গেমটি । তবে, কয়েকদিন আগেই, Free Fire গেমটি PUBG গেমের নকল করছে বলে অভিযোগ তুলেছিল Krafton। সেই কারণেই ব্যান হল কি না তা নিয়েও চলছে জল্পনা।
যদিও, তালিকায় বেশ কিছু ফটো এডিটিং, ভিডিও এডিটিং, অ্যাপ ক্লোনিং অ্যাপের নাম রয়েছে, তবে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম হল Garena Free Fire, যা ভারতের টপ ডাউনলোডেড গেমগুলির মধ্যে একটি। 2020 সালে PUBG মোবাইল ব্যানের পর ভারতের মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিল। ভারতীয় গেমিং ইন্ডাস্ট্রির ভবিষ্যত কি হতে চলেছে সেই নিয়ে সবার মনে ছিল প্রশ্ন। এই সময় মানুষ Free Fire গেমটিকে আপন করে নিয়েছিল। ফলে এর পপুলারিটি গত কয়েক বছরে বিশাল আকারে বেড়েছে। যদিও ব্যান হওয়ার 1 বছরের মধ্যেই PUBG গেমটিকে Krafton ভারতীয়দের জন্য Battlegrounds Mobile India নামে নিয়ে আসে, যেখানে জানানো হয় যে গেমটির সাথে চীনের কোনো কোম্পানির লিঙ্ক-আপ নেই।
1. Music Player- Music.Mp3 Player
2. Beauty Camera Selfie Camera
3. Parallel Space Lite 32 Support 4. Beauty Camera: Sweet Selfie HD
5. Equalizer & Bass Booster Music Volume EQ
6. AppLock
7. Equalizer Pro Volume Booster & Bass Booster8. Viva Video Editor Snack Video Maker with Music
9. Music Player Equalizer & MP310. Volume Booster Loud Speaker & Sound Booster
11. Music Player MP3 Player
31. Live Weather & Radar Alerts
32. Wink: Connect Now
33. MP3 Cutter Ringtone Maker & Audio Cutter
34. Voice Recorder & Voice Changer
35. Tencent Xriver
36. Lica Cam selfie camera app
37. EVE Echoes
38. Astracraft
39. UU Game Booster-network solution for high ping
40. Extraordinary Ones
41. Badlanders
42. Stick Fight: The Game Mobile
43. Twilight Pioneers
44. CuteU: Match With The World
45. CuteU Pro
46. Small World-Enjoy groupchat and video chat
47. FancvU Video Chat & Meetup
48. Real: Go Live. Make Friends
49. MoonChat: Enjoy Video Chats
50. Real Lite -video to live!
51. Notes- Color Notepad, Notebook
52. FunChat Meet People Around You
53. FancyU pro Instant Meetup through Video chat!
54. Garena Free Fire Illuminate