গত কয়েকদিন আগেই Google তাদের Pixel 6 সিরিজভুক্ত ডিভাইসের জন্য অ্যাডাপ্টিভ সাউন্ড ফিচার নিয়ে হাজির হয়। পরিবেশ অনুযায়ী ইক্যুলাইজার সেটিংস বদলে নিয়ে এই ফিচার, ফোনের সাউন্ড কোয়ালিটি বাড়াতে সাহায্য করবে বলে Google দাবী করে। সে নিয়ে আলোচনা শেষ না হতেই এবার Pixel 6 সিরিজে আরো একটি গুরুত্বপূর্ণ ফিচার জুড়তে চলেছে। এই ফিচারের সাহায্যে Pixel 6 ডিভাইস ব্যবহারকারীরা যে কোনো মানুষের হৃদ্স্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের গতি নির্ধারণ করতে পারবেন। এজন্য ইউজারকে Google Fit অ্যাপ্লিকেশনের শরণাপন্ন হতে হবে।
Heart ও Respiratory Rate Tracking ফিচার কিভাবে ব্যবহার করবেন?
গুগলের পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো ডিভাইসে নতুনভাবে সংযুক্ত হলেও এদের পূর্বসূরি পিক্সেল স্মার্টফোনে (Pixel 5 ও Pixel 4a) হার্ট ও রেসপিরেটরি রেট ট্র্যাকিং ফিচারের অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছে। সেক্ষেত্রে আলোচ্য সিরিজের স্মার্টফোনে ফিচারটির অনুপস্থিতি একাংশের প্রযুক্তি-অনুরাগীর মনে প্রশ্নের জন্ম দেয়। যদিও এরপর সেই প্রশ্ন নিয়ে আলোচনা সম্পূর্ণ অর্থহীন হতে চলেছে বলে আমাদের ধারণা।
হার্ট ও রেসপিরেটরি রেট ট্র্যাকিং ফিচারের কার্যকারিতা পরখ করতে চাইলে গুগল পিক্সেল ৬ এবং পিক্সেল প্রো ডিভাইসে Google Fit অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। এরপর Browse > Vitals বিভাগে গিয়ে হার্ট রেট ট্র্যাক করা যাবে। কাজের জন্য এই ফিচার ফোনের রিয়ার ক্যামেরা ব্যবহার করবে। আঙুলের রঙে সূক্ষ্ম বদল পর্যবেক্ষণের মাধ্যমে ফিচারটি আগ্রহীর হৃদ্গতি নির্ণয় করবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে রেসপিরেটরি রেট নির্ণয়ের জন্য মাথা ও শরীরের ঊর্ধ্বাংশ যথাসম্ভব সোজা রেখে আলোচ্য ডিভাইসের ফ্রন্ট-ক্যামেরার সামনে উপস্থিত হতে হবে। এবার স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করলেই পিক্সেল ডিভাইস ইউজারের রেসপিরেটরি রেট জানিয়ে দেবে। তবে এক্ষেত্রে পরিমিত আলোর উপস্থিতি জরুরি।
উল্লেখ্য, আজ পর্যন্ত কোনো গুগল ডিভাইসে এমন বিল্ট-ইন হার্ডওয়্যারের উপস্থিতি চোখে পড়েনি যা স্থানীয়ভাবে আমাদের হৃদ্গতি পরিমাপে সক্ষম। অর্থাৎ আলোচ্য পিক্সেল ৬ ডিভাইস দুটিতে ক্যামেরা-নির্ভর হার্ট রেট পরিমাপের সুবিধা পূর্বের ধারাকেই বজায় রাখলো বলা চলে।