মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আমাদের মধ্যে কারো পছন্দ Xiaomi আবার কারো পছন্দ Realme। আর এই দুই কোম্পানির মধ্যেও দেখা যায় তুমুল প্রতিযোগিতা। কে কার চেয়ে এগিয়ে থাকতে পারে তাই নিয়ে রীতিমত মারামারি । তবে এর মধ্যে লাভবান হই আমরা ক্রেতারা।
আজকে আমরা ২৮০০০-৩০০০০ টাকা বাজেটের প্রতিযোগী Realme 8 Pro এর ব্যাপারে জানব। কি কি অফার করছে এই ফোন আর এই বাজেটে এই ফোন নেওয়াটাই বা কেমন হবে তার উত্তর ও জানা চেষ্টা করব।
Realme 8 Pro এর দাম কত?
Realme 8 Pro বর্তমানে আমাদের দেশে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে। পাশাপাশি পাওয়া যাচ্ছে আনঅফিশিয়াল ভাবেও। আনঅফিশিয়াল ফোনগুলোর দাম সাধারণত অফিশিয়াল ফোনগুলোর চেয়ে কম হয়ে থাকে। কিন্তু আপনি অফিশিয়াল ফোন নিবেন নাকি আনঅফিশিয়াল নিবেন এটি নির্ভর করে আপনার উপর।
Official Price:
8/128 GB= 28000 টাকা
Realme 8 Pro বাংলাদেশে কেবল মাত্র একটি ভ্যারিয়েন্টেই অফিশিয়ালভাবে রিলিজ হয়েছে। আর কোনো ভ্যারিয়েন্ট রিলিজ হয় নি। এই নিয়ে অনেকের বরাবরই অভিযোগ থাকে এবং তা বেশ যুক্তিযুক্তও বটে। Realme প্রায়সময়ই অফিশিয়ালভাবে ফোন রিলিজ করলে ছোট ভ্যারিয়েন্টগুলো রিলিজ না করে শুধুমাত্র বড় ভ্যারিয়েন্টগুলো এমনকি বেশিরভাগ সময় Highest ভ্যারিয়েন্টই রিলিজ করে থাকে। এক্ষেত্রে ছোট ভ্যারিয়েন্ট না থাকায় অনেকেরই বেশি দাম দিয়ে বড় ভ্যারিয়েন্ট গুলো কিনতে হয়। এটি একেবারেই গ্রহনযোগ্য নয়। আর এইবারও রিয়েলমি একই কাজ করেছে। তবে এই ফোনটি পাশপাশি আনফিশিয়াল ভাবেও পাওয়া যাওয়াতে অনেকের সুবিধা হবে।
Unofficial Price:
6/128 GB = 24000 টাকা
8/128 GB = 26000 টাকা
বিশেষ দ্রষ্টব্যঃ আনঅফিসিয়াল ফোন গুলোর দাম প্রতিনিয়ত উঠানামা করে থাকে। তাই এই দামেই যে সবসময় পাওয়া যাবে এমনটি নাও হতে পারে। তাই ফোন কেনার আগে যে দোকান থেকে কিনবেন সেই দোকানের সাথে যোগাযোগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হলো।
এই ফোনের প্রধান আকর্ষণ এর ক্যামেরা। তাই আগে ক্যামেরা নিয়েই কথা বলা যাক।
Camera Performance-
Realme 8 Pro তে রয়েছে Quad Camera যার Main Camera 108 MP এর। এই বাজেটে এই ফোনের প্রতিদ্বন্দ্বী Redmi Note 10 Pro তেও একই Main camera দেখা যায়। তাই ক্যামেরা পারফরম্যান্স নিয়ে এদের মধ্যে তৈরী হয়েছে প্রতিযোগিতা। কিছু দিক দিয়ে Redmi Note 10 Pro এগিয়ে থাকে আবার কিছু দিক দিয়ে Realme 8 Pro
Main Camera:
এই ফোনে রয়েছে 108 MP এর মেইন ক্যামেরা যার f/1.8। এতে স্যামসাং এর সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা বেশ ভালো ও সুন্দর ছবি তোলে। Realme এর ক্যামেরার ব্যপারে আমরা সবাই জানি যে ছবিগুলো সামান্য হলদেটে দেখায় যা কালার বুস্ট এর কারণে হয়ে থাকে। এটি অনেকের কাছেই পছন্দনীয় আবার অনেকের কাছে নয়। তবে ছবিগুলো দেখতে সুন্দরই লাগে। সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া শুধু সময়ের ব্যাপার এমন অবস্থা।
ছবিতে পর্যাপ্ত ইনফো থাকে এবং অনেক ক্লিয়ার ছবি পাওয়া যায়৷
আর 108 MP দিয়ে তুললে এতে ইনফো আরো বেড়ে যায় এবং আরো শার্প হয়। তবে 108 MP এ তোলা ছবি গুলো লোড হতে বেশ সময় নেয় আর সময় নেওয়াটাই স্বাভাবিক। তবে কিছুক্ষন ছবি তোলার পরেই ফোনের পিছনের সাইড
কিছুটা গরম হয়ে যায়। যেটিও আসলে স্বাভাবিক ব্যাপারই। 108 MP এর অন্যান্য ফোনগুলোতেও এই গরম হওয়ার বিষয়টা লক্ষ্যনীয়।
আলো ছাড়াও এর পারফর্মেন্স যথেষ্ট ভালো। মেইন ক্যামেরা দিয়ে নাইট মোড ছাড়াও মোটামুটি ছবি আসে। ছবিতে পর্যাপ্ত আলো ও ডিটেইলস থাকে। আর নাইট মোড অন করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। আলো ও ডিটেইলস আরো বেড়ে যায়।
আবার এতে সর্বোচ্চ 4K তে 30fps এ ভিডিও করা যায়। ভিডিও এর মানও ভালো ছিল। তবে, নেই EIS যা একটা ঘাটতি হিসেবেই গণ্য হবে। এছাড়াও 1080p তে 60fps এ করার অপশনও রয়েছে। মোট কথা, ক্যামেরা আর ছবি নিয়ে অভিযোগ এর জায়গা কম রয়েছে। ঠিকভাবে তুলতে পারলে ছবির দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করবে এমন।
Ultra Wide Angle Camera:
দেওয়া হয়েছে 8 MP এর একটি Ultra Wide Camera যার FOV 119° এবং f/2.25
এই ক্যামেরা এর রেজাল্ট এই বাজেটে ঠিকঠাক। আহামরি ভালো ছবি তুলতে পারে না, আবার খারাপ ছবি পাওয়া যায় এমনটাও নয়। এভারেজ আরকি।
Macro Lens:
এখানে রয়েছে 2 MP এর Macro Camera যার f/2.4।
এই ক্যামেরা বাজেট অনুযায়ী এভারেজ। ভালো পরিমাণ
আলোতে সুন্দর ছবিই পাওয়া যাবে।
B&W lens:
এই ক্যামেরা আসলে দেওয়া হয়েছে ক্যামেরা এর সংখ্যা বাড়ানোর জন্য। আর কিছু না। এটি 2 MP এর ক্যামেরা যার f/2.4
Selfie Camera:
এতে সেলফি ক্যামেরা রয়েছে 16 MP এর যাতে দেওয়া হয়েছে Sony এর সেন্সর। এর f/2.45 সেলফি ক্যামেরার দিক দিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। সুন্দর ছবি তোলে এই ক্যামেরা। চেহারাকে স্মুথ করে দেওয়া তো Realme এর চিরতর বৈশিষ্ট্যগুলোর একটি। এখানেও তা লক্ষনীয়। তবে কারো কাছে এটি ভালো লাগে, আবার কারো কাছে নয়। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p তে 30fps এ ভিডিও করা যাবে। তাছাড়াও 1080p তে 120fps এ Slow motion ভিডিও করার সুযোগ রয়েছে।
সবশেষে ক্যামেরা তে হাইলাইট করা এই ফোন ক্যামেরা এর দিক দিয়ে নিজেকে প্রমান করতে পারবে আশা করা যায়। তবে এখন এর প্রতিদ্বন্দ্বী Redmi Note 10 Pro এর সাথে সামান্য তুলনা করা যাক।
Note 10 Pro এর ছবিগুলো Realme 8 Pro এর তুলনায়-
একটু গাঢ় ও অন্ধকার রঙের ছবি দিয়ে থাকে। এক্ষেত্রে Realme 8 Pro ব্রাইট তবে সামান্য হলদেটে ছবি দিয়ে থাকে৷ যেটা Redmi Note 10 Pro এর থেকে তুলনামূলক ভালো বলা যায়। আবার Realme 8 Pro তে স্কিন টোন সাদা+স্মুথ করে দেওয়াটা বেশি ছিল Redmi Note 10 Pro এর তুলনায়।
এমন আরো খুটিনাটি কিছু বিষয় রয়েছে। সুতরাং সব মিলিয়ে কারো কাছে Realme 8 Pro এর ক্যামেরা কে বেটার মনে হবে তো কারো কাছে Redmi Note 10 Pro এর।
তবে আলাদাভাবে দুটি ফোন এর ক্যামেরাই যথেষ্ট ভালো এবং সন্তুষ্ট থাকার মতো অবশ্যই।
Look and Build-
এই ফোনের অন্যতম এক আকর্ষণীয় দিক হলো এর Look & Design। সুন্দরী এই ফোন বেশ Slim & Light Weight Display এর সাইজও ওত বড় নয়। তবে প্লাস্টিকের বডি হওয়ায় এর থেকে সর্বোচ্চ প্রিমিয়াম ফিল টা পাওয়া নাও যেতে পারে। তবে লুক নিয়ে অবশ্যই বেশ খুশি থাকবেন।
6.4 inch এর Super AMOLED Display দেওয়া হয়েছে যা Full HD Display এর। এখানে আবার 90 Hz এর প্রতিযোগিতায় Realme 8 Pro পিছিয়ে যাবে এতে দেওয়া 60 Hz এর কারণে।কিন্তু ডিসপ্লে এর কোয়ালিটি খুব ভালো হওয়ায় স্মুথ ফিল ঠিকই পাওয়া যাবে। আর Skin এর উপরের প্রান্তে রয়েছে একটি ছোট Punch Hole
Processor-
প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 720G। এটি পরিচিত একটি প্রসেসর এবং এর পারফরম্যান্স শক্ত পোক্তই। সাথে আছে Adreno 618 এর GPU। সুতরাং এর থেকে অবশ্যই ভালো পারফরম্যান্স পাওয়া সম্ভব। এই বাজেটে এর প্রতিদ্বন্দ্বী দিচ্ছে Snapdragon 732G। তুলনা করলে দুটি চিপসেট এর পারফর্মেন্স প্রায় একই। তেমন একটা পার্থক্য নেই। তবে গেমিং এ বেস্ট পারফরম্যান্স এই ফোন থেকে হয়ত পাওয়া যাবে না।
Storage-
এতে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.1। তবে প্রতিদ্বন্দ্বী UFS 3.1 দেওয়ায় এদিক থেকে এগিয়ে যাবে।
Operating System-
প্রতিদ্বন্দ্বী থেকে Realme 8 Pro ও একদিক দিয়ে এগিয়ে আছে যে দিকটি আবার বেশ গুরুত্বপূর্ণও বটে। তা হলো এর Operating System
এতে দেওয়া হয়েছে Realme UI 2.0, Android 11 এর সাথে। এর UI অনেক ক্লিন এবং Bug এর আক্রমণ ও নেই। প্রতিদ্বন্দ্বী এর UI এর নেগেটিভ দিক যেটি। সুতরাং এই ক্লিন ও স্মুথ UI দিয়ে Realme 8 Pro আবার অবশ্যই এগিয়ে থাকবে।
Battery-
এখানে রয়েছে 4500 mAh এর ব্যাটারি যাকে চার্জ দেওয়ার জন্য দেওয়ার জন্য বক্সে দেওয়া হয়েছে 65 Watt এর চার্জার যদিও সর্বোচ্চ 50 Watt পর্যন্তই সাপোর্ট করে এটি। তো ফাস্ট চার্জার দেওয়ার কারণে চার্জিং নিয়ে খুব আরামে থাকা যাবে অবশ্যই।
সবমিলিয়ে বলা যায় Realme 8 Pro অনেক ভালো কিছুই অফার করছে। বাজেট অনুযায়ী প্রতিদ্বন্দ্বী এর সাথে কিছু জায়গায় এগিয়ে থাকবে আবার কিছু জায়গায় পিছিয়ে। তবে আপনার চাহিদা অনুযায়ী যাচাই বাছাই করে যে মোবাইলটি বেশি উপযোগী হবে সেটিই নিবেন ইনশা আল্লাহ।
The Review
Realme 8 Pro
PROS
- 50W Fast Charging Support
- Good Camera Setup
- Decent Performance
- Loader Speakers
CONS
- Same Old Processor
- Plastic Build
- Ads in the UI
- Bit Pricey
- Only 60Hz Refresh Rate Display
- Smaller Battery Size