পেশাজীবীদের আন্তর্জাতিক একটি নেটওয়ার্ক হলো লিংকডইন। প্রায় ২০০টি দেশ জুড়ে এই নেটওয়ার্কের ৭৫৬ মিলিয়ন সদস্য রয়েছে। ৫৭ মিলিয়ন প্রতিষ্ঠানের কাছ থেকে লিংকডইন প্ল্যাটফর্মে কোটি কোটি চাকরির বিজ্ঞপ্তি আসে।
লিংকডইন কেবল পেশাজীবীদের নেটওয়ার্ক তৈরি আর চাকরি খোঁজার জায়গাই নয়, বরং এর মাধ্যমে নিয়োগকারীরা চাকরি প্রার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগের এই সুযোগের মাধ্যমে একজন চাকরি প্রার্থীর ক্যারিয়ারের মোড় ঘুরে যেতে পারে।
যেসব কৌশল ব্যবহার করবেন-
পছন্দের চাকরি খুঁজে পেতে ২ ধরনের কৌশল হাতে নিতে পারেন। প্রথমত, আপনার লিংকডইন প্রোফাইলটিকে সার্চ ইঞ্জিন অপটিজাইজেশন (SEO) এর মাধ্যমে সাজাতে হবে। যাতে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সে ইন্ডাস্ট্রির ব্যাপারে সার্চ দেয়া মাত্রই ফলাফল হিসেবে আপনার প্রোফাইল সামনে আসে। এজন্য প্রোফাইলে এমন কীওয়ার্ড ব্যবহার করতে হবে, যেগুলি নিয়োগদাতারা বেশি ব্যবহার করেন।
আরেক ধরনের কৌশল অবলম্বন করতে পারেন। আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এমন নিয়োগদাতাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। তাদের কাছে নিজের দক্ষতা এবং কোন জায়গায় কাজ করতে চান, সেসব তুলে ধরুন। এতে নিয়োগদাতা প্রতিষ্ঠানের নজরে আসার সম্ভাবনা বাড়বে এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্র তৈরি হবে।
নিষ্ক্রিয় ও সক্রিয় টুল-
লিংকডইনে নিয়োগদাতাদের নজরে আপনার প্রোফাইল আনার একটা ভালো উপায় হচ্ছে #OpenToWork ফাংশনটি ব্যবহার করা। আপনি এখানে চাইলে ‘Share with Recruiters Only’ অপশন সিলেক্ট করতে পারেন। এভাবে লিংকডইন রিক্রুটার সার্ভিসে যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি সাবস্ক্রাইব করেছে, তাদের কাছে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে।
আপনি যদি লিংকডইন মেম্বার হন, এই ফাংশন ব্যবহার করলে আপনার প্রোফাইল পিকচারের চারপাশে একটা সবুজ বৃত্ত আসবে। এতে বোঝা যাবে আপনি এখন চাকরি খুঁজছেন। বর্তমানে যারা কোনো চাকরিতে আছেন, তাদের কিন্ত এই সার্ভিস খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। লিংকডইন অবশ্য কিছুটা সুরক্ষা প্রদান করে, যাতে আপনার বর্তমান প্রতিষ্ঠানের কেউ দেখতে না পায় যে, আপনি নতুন চাকরি খুঁজছেন। তবে সম্পূর্ণ সুরক্ষা লিংকডইন দিতে পারে না।
আর সক্রিয় ভাবে চাকরি খুঁজতে চাইলে লিংকডইনের সার্চ ইঞ্জিন কাজে লাগাতে পারেন। এখান থেকে সদস্যরা তাদের পছন্দ মতো প্রতিষ্ঠান, চাকরি, গ্রুপ বা পোস্ট নিয়ে সুবিন্যস্ত সার্চ রেজাল্ট পেতে পারে। আর এই ফলাফল কাজে লাগিয়ে মেম্বাররা তাদের চাহিদা মতো চাকরির জন্যে আবেদন করতে পারে।
লিংকডইনে ফিল্টার ব্যবহার করে যেভাবে নির্দিষ্ট সেক্টরের নিয়োগদাতাদের খুঁজে পাবেন-
লিংকডইনে রিক্রুটার বা নিয়োগদাতা খোঁজার সময় আপনাকে প্রথমে ৫-১০ জনকে বাছাই করতে হবে। যাকে সামনে পাবেন, তাদের সবার কাছে চাকরির জন্যে আবেদন করবেন না। এমন কারও কাছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, যার প্রতিষ্ঠানে অনেক দিন ধরে নিয়োগ দিচ্ছে না বা নিলেও তাদের চাহিদার সাথে আপনার স্কিল মেলে না।
স্মার্টফোনে এসব কাজ করা অসুবিধা মনে হলে ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করুন।
যেই ধাপগুলি অনুসরণ করলে লিংকডইনের ফিল্টার ব্যবহার করে পছন্দের চাকরি খুঁজতে পারবেন, সেগুলি একে একে দেখে নেয়া যাক এবার।
১. হোম পেইজের ‘My Network’ অপশনে যান।
২. এর বাম পাশের কলামে থাকা ‘Connections’-এ ক্লিক করুন।
৩. এবার ‘Search with filters’-এ ক্লিক করুন। তারপর ওপরে ডানপাশে ‘All Filters’ বক্স সিলেক্ট করুন।
৪. এরপর পপ আপ বক্সে 1st, 2nd ও 3rd কানেকশনগুলি বেছে নিন।
৫. তারপর আরো নিচের ‘Industry’ সেকশন-এ যান। পপ আপ বক্সের কয়েকটা সেকশন নিচে এই অপশনটি থাকবে। এখান থেকে আপনার পছন্দের ইন্ডাস্ট্রি সিলেক্ট করুন। এটা অনেক গুরুত্বপূর্ণ ধাপ, কারণ আপনাকে ইন্ডাস্ট্রির এমন লোকদের সাথে কাজ করতে হবে, আপনার স্কিল বা দক্ষতাগুলি যাদের প্রতিষ্ঠানের জন্যে প্রয়োজন।
৬. এবার পপ আপ বক্সের আরো কয়েকটা সেকশন নিচে ‘Keywords’ সেকশনে যান। এখানে ‘Title’ এর নিচে “Recruiter,” “Headhunter,” “Talent Acquisition,” অথবা “Hiring Manager” লিখুন।
৭. ‘Show Results’-এ ক্লিক করুন আপনার সার্চ রেজাল্টে যেসব রিক্রুটার বা নিয়োগদাতা আসবে, আপনি তাদের সাথে ‘Connect’ বাটনে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। এরপর চাইলে ‘Add a note’ অপশনে গিয়ে প্রত্যেককে আলাদা করে মেসেজ দিতে পারেন।
আপনি যাদের সাথে সরাসরি যুক্ত তারা ছাড়াও যারা মিউচুয়াল অর্থাৎ আপনার বন্ধুর বন্ধু তাদেরকেও এই সার্চ অপশনে দেখাবে। আপনাদের মিউচুয়াল কানেকশনে যে থাকবে, তাকে আপনি রিকুয়েস্ট করতে পারেন, সে যেন নিয়োগদাতার কাছে আপনাকে পরিচয় করিয়ে দেয়।
নিয়োগদাতাদের যেভাবে মেসেজ দিবেন-
আপনার কোন কোন স্কিল আছে, কাজের জন্যে কী কী টুলস ব্যবহার করতে জানেন এবং কোন কোন প্রজেক্টে কাজ করেছেন, সেসব বিষয় আপনার মেসেজে স্পষ্টভাবে জানাতে হবে। এছাড়া আপনি কোন চাকরির জন্যে আবেদন করছেন এবং সেই চাকরিতে কী কী দক্ষতা চাওয়া হয়েছে, সেই বিষয়ও উল্লেখ করতে হবে।
এতে নিয়োগদাতা বুঝতে পারবে যে, চাকরি নিয়ে আপনি যথেষ্ট গবেষণা করেছেন এবং এ বিষয়ে আপনি সিরিয়াস। ফলে এই পদের জন্যে আপনি কতটুকু উপযুক্ত, সেটা নির্ণয় করাও তাদের পক্ষে সহজ হবে।
লিংকডইন পেশাজীবীদের জন্যে খুবই প্রয়োজনীয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যারা চাকরিদাতা এবং যারা চাকরি খুঁজছে, তারা এই প্ল্যাটফর্মটি নিয়মিত ব্যবহার করে আসছেন। যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন, তবে আপনার প্রোফাইলে প্রয়োজনীয় সব তথ্য সংযুক্ত করুন। এছাড়া নিয়োগদাতারা সার্চ দিলে সহজেই যাতে আপনাকে খুঁজে পায়, সেজন্যে লিংকডইনে #OpenToWork ফাংশনটি কাজে লাগান।