প্রতিদিন বিভিন্ন কাজে প্রায়ই আমাদেরকে রিমোট হাতে নিতে হয়। কখনো কি ভেবে দেখেছেন, রিমোট কন্ট্রোল কীভাবে কাজ করে? আপনার টিভি রিমোট দিয়ে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গেলে কাজ করে না কেন? রিমোট কন্ট্রোলকে কেন সরাসরি টিভির দিকে তাক করে ধরতে হয়?
যেভাবে ইনফ্রারেড রশ্মি কাজে লাগানো হয়-
একটা রিমোট কন্ট্রোল ডিভাইস হাতে নিলে প্রথমেই যে বিষয়টা আপনার নজরে আসবে, তা হলো এর মধ্যে কোনো তারের সংযোগ নেই। রিমোট দিয়ে কোনো ডিভাইস নিয়ন্ত্রণ করতে মূলত বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে সংকেত প্রেরণ করা হয়। আলো, এক্স-রে, রেডিও তরঙ্গ এবং মাইক্রোওয়েভ—এগুলি সবই বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ।
মূলত বৈদ্যুতিক এবং চৌম্বকীয় শক্তির স্পন্দনই হলো এসব তরঙ্গ, যা বাতাসের মধ্য দিয়ে আলোর গতিতে চলাচল করে। বেশিরভাগ রিমোট কন্ট্রোল ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে সংকেত পাঠায়। ইনফ্রারেড রশ্মি হলো এক ধরনের অদৃশ্য লাল আলো। তবে কিছু কিছু রিমোট কন্ট্রোল আবার রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ ব্যবহার করেও কাজ করে।
রিমোট-কন্ট্রোল ডিভাইসের মাথার দিকে তাকালে প্লাস্টিকের তৈরি ছোট্ট একটি আলো-নির্গমনকারী ডায়োড দেখা যায়, যেখান থেকে ইনফ্রারেড রশ্মি বেরিয়ে আসে। টিভি বা ভিডিও প্লেয়ারের মতো যা কিছু রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, সেসবের দিকে লক্ষ্য করলেও ছোট আকারের ডিটেক্টর দেখা যাবে। সাধারণত এসব ডিভাইসের সামনের দিকে খুব ছোট একটা ইনফ্রারেড লাইট ডিটেক্টর থাকে। মূলত রিমোট কন্ট্রোলের যে কোনো বাটনে চাপ দিলেই ইনফ্রারেড রেডিয়েশনের একটি রশ্মি টিভির দিকে আলোর গতিতে এগিয়ে যায়। এবং টিভিতে থাকা লাইট ডিটেক্টর সেটিকে গ্রহণ করে।
মানুষ খালি চোখে ইনফ্রারেড রেডিয়েশন শনাক্ত করতে পারে না। তাই যদি আপনার রিমোটের বোতাম টিপে এলইডির দিকে তাকিয়েও থাকেন, তবুও আপনি কিছুই দেখতে পাবেন না।
রিমোট কন্ট্রোল কোড-
রিমোট কন্ট্রোল কাজ করার জন্যে শুধু এলোমেলো ভাবে ইনফ্রারেড রেডিয়েশন প্রেরণ করে না। ধরা যাক, কোনো এক রিমোট কন্ট্রোল ডিভাইসে ২০টি বাটন আছে, যা দিয়ে একটা টিভি নিয়ন্ত্রণ করা হয়। এখন রিমোট কন্ট্রোলটি যদি প্রতিটি বাটনের জন্য একই ধরনের ইনফ্রারেড রশ্মি প্রেরণ করে, তাহলে টিভি প্রতিটি কমান্ডকে আলাদা করে চিনতে পারবে না। সুতরাং প্রতিটি কমান্ডের আলাদা আলাদা কোডও থাকতে হবে। যেসব কোড ডিকোড করার মাধ্যমেই রিমোটের মাধ্যমে কী নির্দেশনা দেয়া হচ্ছে, টিভি সেটা নির্ধারণ করতে পারবে।
যখন রিমোট কন্ট্রোলের কোনো একটি বাটনে চাপ দেয়া হয়, তখন তা থেকে ইনফ্রারেড পালস-এর একটি সিরিজ বের হয়। মূলত প্রতিটা নির্দেশনাতেই ইনফ্রারেড রশ্মি অন এবং অফ হওয়ার মাধ্যমে একটি বাইনারি কোড-এর সংকেত পাঠানো হয়। উল্লেখ্য, বাইনারি কোড হলো কেবল জিরো এবং ওয়ান (0, 1) ব্যবহার করে যে কোনো ধরনের তথ্য আদানপ্রদানের উপায়। কম্পিউটার চলার জন্যেও বাইনারি কোড ব্যবহৃত হয়।
সুতরাং ইনফ্রারেডের একটি সংক্ষিপ্ত পালস সিগন্যালের মাধ্যমে বাইনারি কোড হিসেবে 1 সংকেত পাঠাতে পারে। আবার পালসের মধ্যে থাকা বিরতির মাধ্যমে 0 সংকেত পাঠাতে পারে। এভাবে একের পর এক পালস এবং বিরতি দিয়ে রিমোট কন্ট্রোল অনেকগুলি জিরো এবং ওয়ান সম্বলিত একটি কোড প্রেরণ করে।
হয়তো একটা কোড বাইনারি ডিজিটে দেখতে 101101 এর মতো হতে পারে। যার অর্থ হতে পারে “ভলিউম বাড়াও।” আবার অন্য আরেকটা কোড হয়তো হতে পারে 11110111, যার অর্থ “সাউন্ড বন্ধ করো।”
টিভিকে যেসব কমান্ড করা হয়, তার পাশাপাশি রিমোট কন্ট্রোল একটি শর্ট কোডও প্রেরণ করে। আপনি যে টিভি নিয়ন্ত্রণ করতে চাইছেন, এই শর্ট কোডটি তা শনাক্ত করে। তাই নির্দিষ্ট একটি টিভির মডেলের ক্ষেত্রে ওই মডেলের জন্যে তৈরি রিমোটই কাজ করে।
এই শর্ট কোডের কারণেই টিভির রিমোট দিয়ে শুধু টিভিই নিয়ন্ত্রণ করা যায়। ভিডিও প্লেয়ার বা কাছাকাছি থাকা অন্য কোনো টিভিও সেই রিমোট থেকে সংকেত গ্রহণ করে না। তার মানে হলো, একটি নির্দিষ্ট রিমোট-কন্ট্রোল কেবল নির্দিষ্ট প্রতিষ্ঠানের তৈরি একটি নির্দিষ্ট টিভি বা মেশিনের ওপরই কাজ করে।
তবে যদি ভিন্ন ভিন্ন টিভি এবং ভিডিও মেশিন বুঝতে পারে, এমন কোনো কমন কোড ব্যবহার করা হয়, তাহলে এমন রিমোট কন্ট্রোল তৈরি করা যাবে, যা একাধিক মেশিনের ওপর কাজ করবে। ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল এভাবেই কাজ করে। সেসব রিমোটের মাধ্যমে যেকোন টিভি বা ভিডিও প্লেয়ারের মতো ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়। কেবলমাত্র একটি ব্র্যান্ডের মেশিনের জন্যে নির্দিষ্ট সংকেত পাঠানোর পরিবর্তে সেসব রিমোট যেকোনো মডেলের মেশিন যাতে বুঝতে পারে, এমন কোড প্রেরণ করতে পারে।
রেডিও কন্ট্রোল-
ইনফ্রারেড রিমোটগুলি কেবলমাত্র স্বল্প দূরত্বের মধ্যেই টিভি বা ভিডিও প্লেয়ার নিয়ন্ত্রণ করতে পারে। ইনফ্রারেড এলইডি বেশ ছোট এবং কম ক্ষমতা সম্পন্ন। তাই টিভি বা ভিডিও প্লেয়ারে থাকা এর রিসিভারটিও ছোট হয়ে থাকে।
এ কারণে সাধারণত আপনি যে মেশিনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, রিমোটটি সরাসরি তার দিকে তাক করে ধরতে হয়।
কিছু রিমোটের কার্যক্ষমতা খানিকটা বেশি থাকে। সেসব রিমোটের মাধ্যমে কখনো কখনো দেয়াল, আয়না বা ছবি থেকে ইনফ্রারেড রশ্মি বাউন্স করেও টিভির চ্যানেল পরিবর্তন করা সম্ভব হয়। ইনফ্রারেড রিমোটের মাধ্যমে কয়েক মিটারের চাইতে বেশি দূরত্বের ডিভাইস নিয়ন্ত্রণ করা যায় না। কারণ, ইনফ্রারেড রশ্মি খুব সহজেই প্রকৃতিতে মিশে যেতে পারে।
বেশি দূরত্বের ডিভাইস নিয়ন্ত্রণ করতে রেডিও কন্ট্রোল নামের ভিন্ন ধরনের সিস্টেম ব্যবহৃত হয়। হ্যান্ডহেল্ড রেডিও ট্রান্সমিটার বক্স ব্যবহার করে রেডিও-নিয়ন্ত্রিত গাড়ি, ট্রাক, বোট, বিমান এবং রোবট পরিচালনা করা যায়।
রেডিও ট্রান্সমিটারের ওপরে থাকা অ্যান্টেনা থেকে যা নিয়ন্ত্রণ করতে চান, তাতে থাকা একই রকমের অ্যান্টেনাতে সিগন্যাল প্রেরণ করার মাধ্যমে এই নিয়ন্ত্রণ সম্ভব হয়। রেডিও সংকেত সহজেই ইনফ্রারেড রেডিয়েশনের চাইতে অনেক বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে যদি ট্রান্সমিটার এবং অ্যান্টেনাগুলি বড় এবং শক্তিশালী হয়, তাহলে সহজেই রেডিও কন্ট্রোলের মাধ্যমে চলা রিমোট দিয়ে নির্দিষ্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়।