বুস্টিং আর মাকেটিং মধ্যেকার পার্থক্য কি?
ফেসবুক এ্যাড মাধ্যমে আপনি অডিয়েনস অনুযায়ী এ্যাড রান করাতে পারেন। ফেসবুক তাদের ইউজারদের ব্যবহার এ্যাড ডেটাবেসে দিয়ে থাকে তাই আপনি চাইলে এমন কাউকে সিলেক্ট করতে পারেন যারা ফেসবুক থেকে বা অনলাইন থেকে নিয়মিত কেনা কাটা করে। সন্দুর না ব্যাপারটা? বাংলাদেশের মার্কেটে মেসেজ্ঞ কম্পেইনটাই চলে। আবার আপনি যদি চান আপনার ভিডিও অনেক বেশি ভিউ আসুক তাহলে তাদের টার্গেট করতে হবে যারা ফেসবুকে বেশিক্ষণ ভিডিও দেখে। ফেসবুক আপনার হয়ে তাদের কাছে আপনার ভিডিও নিয়ে যাবে এবং ভিউ আসবে। সহজ না?
আচ্ছা এখন বলি
ফেসবুক মার্কেটার এবং বুস্টিং মধ্যে পার্থক্য কই?
ফেসবুক মার্কেটার যারা আছে তারা ফেসবুক এডস ম্যানেজার এর খুটিনাটি সব জানে। তারা এনালাইজ করে প্রত্যেক্টি পোস্টকে। এডস আপনার জন্য লাভজনক হচ্ছে কিনা, যদি না হয় কেনো হচ্ছে না। সঠিক অডিয়েন্স এর কাছে যাচ্ছে কি, সঠিক অডিয়েন্স এর কাছে গেলে সেল হচ্ছে না কেনো। কোন অডিয়েন্সদের কাছে গেলে সেল বেশি হবে। সেল হলেও এডস খরচ কমানো যায় কিভাবে ইত্যাদি অনেক কিছু।
যারা বুস্টিং করে তারা এতো কিছু চিন্তা করে না তারা অডিয়েন্স নিয়ে এতো চিন্তা নেই। ফেসবুক থেকে দেওয়া স্মার্ট অডিয়েন্স থেকে দিয়ে দেয়। আপনার সেল হলো কি হলো না। তা নিয়ে এতেটা মাথা তারা ঘামায় না। যদিও বা এমন না হয় তাও তারা ফেসবুক এডস সিস্টেম এর অনেক কিছুই জানেন না বা বেসিক কিছু জানেন। যারা ফলে আপনার ব্যবসার মুল্যবান একাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। ফলে আম ও যাবে সালাও।
বেশিভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ক্রেডিট কার্ড আছে তাই তারা এক্সটা একটা আয়ের আশায় এই কাজটা করে থাকে। আবার অনেক অসাধু লোক ফেসবুক কুপন ব্যবহার করে যার ফলে পুরো পেইজটা রেস্ট্রিক্টেড এবং আনপাবলিশ হয়ে যেতে পারে। (বিস্তারিত জানতে কমেন্টে বলতে পারেন পরর্বতীতৈ বিস্তারিত লিখবো)
আবার যারা ই কমার্স করেন মানে ওয়েবসাইট দিয়ে পণ্য বিক্রি করেন তাদেন জন্য ফেসবুক পিক্সেল ইন্সটল একটি অমুল্য রত্ন বটে ।কাস্টম অডিয়েন্স বানানো, লুক এ লাইক অডিয়েন্স, কোন টাইপের কন্টেন্ট দিয়ে কোন টাইপের এডস রান করতে হবে। আরো অনেক কিছুই আছে যা আপনার ব্যবসার জন্য অনেক অনেক বেশি প্রয়োজন তবে তারা কিছুই জানেন না।
আপনার ওয়েবসাইট থেকে এসে কেউ চলে গেলে তাকে কিভাবে রি-টার্গেটিং করে আবার আপনার ওয়েবসাইটে নিয়ে আসা যায় । তা বুস্টিং কর্মকতারা জানে না।
রি-টাগেটিং উদাহরণ- কখনো কি দেখেছেন যে আপনি একটা ওয়েবসাইটে একটা পণ্যর দাম দেখে চলে এসেছেন তারপর দেখলেন ওইটা আপনার ফেসবুক ওয়ালে ঘুরাফেরা করছে? জ্বি এটাই রি-র্টাগেটিং।
আরেকটা জিনিস ফেসবুক বুস্টিং এর খরচ আর ফেসবুক মার্কেটার এর খরচ একটু বেশি। একজন মার্কেটার আপনার ফেসবুক এডস এর পুরো চেহারাই পরিবর্তন করতে পারেন। কিছু একজন বুস্টার এর থেকে ডলার খরচ এর চেয়ে বেশি কিছু আশা করা বকামি। এতে আপনার এবং আপনার ব্যবসা এর মুল্যবান সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। সবার ক্ষেত্রে না। যাদের মার্কেটিং বাজেট কম তাদের জন্য না, তাদের ক্ষেত্রে আসলে বুস্টিং টাইপেরই হয় শুধু একটু ভালো ভালো এডস ডিজাইন টা হয়। মানে পিউর বুস্টিং না হয়ে পিউর এডস হয়।
পরিশেষে বলবো একজন ফেসবুক মার্কেটার হায়ার করুন। হায়ার করতে বললেই অনেক ব্যবসায়ীর বুকে হাত চলে যায় । নিজে খাইতে পারি না আবার আরেকজনকে হায়ার করমু
মার্কেটার হায়ার করার আগে অবশ্যই নিজের কিছু এক্সপেরিয়েন্স বানিয়ে নিবেন। যাতে বুঝতে পারেন মার্কেটার কি বলছে , আর আপনার কেনো মার্কেটার দরকার সেটাও বুঝতে পারবেন।
আরো জানতে চান ? আপনার ব্যবসার সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। বিস্তারিত কমেন্টে