রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম রাশিয়া টুডে (আরটি) ও স্পুতনিকের কার্যক্রম সীমিত করার জন্য বেশ কিছু প্রযুক্তি কোম্পানি ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে সর্বশেষ উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে আরটির মোবাইল অ্যাপসগুলো সরিয়ে দিয়েছে মাইক্রোসফট।
এর আগে ফেসবুক, গুগল ও ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপন বাবদ আয়ের পথ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সিসকো, ওরাকল, নেটফ্লিক্স ও স্পটিফাইও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। অন্যদিকে পর্যটকদের আবাসন সুবিধা প্রদানকারী অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান এয়ারবিএনবি রাশিয়া ও বেলারুশে তাদের সব বুকিং বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ইউক্রেন থেকে পালিয়ে আসা প্রায় ১ লাখ শরণার্থীকে বিনা মূল্যে তাদের নিয়ন্ত্রণে থাকা বাসায় থাকার প্রস্তাব দিয়েছে।
ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে নামীদামি বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ডও। ফ্যাশনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাসোস রাশিয়ায় গ্রাহকদের আর পরিষেবা দেবে না বলে জানিয়েছে। গত বুধবার রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে সুইডেনভিত্তিক পোশাকের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। আরেক বৈশ্বিক ব্র্যান্ড নাইকির রাশিয়ার গ্রাহকেরাও আর অনলাইনে পণ্য কিনতে পারছেন না।