পডকাস্ট কি?
যেকোনাে একটি কনটেন্টকে যদি আপনি অডিও হিসেবে তৈরি করেন সেটাই আসলে পডকাস্ট। এইযে আমি আমার ওয়েবসাইটে আরটিকেল লিখে পাবলিশ করি প্রত্যেকটাকে যদি আমি অডো আকারে বলে বলে রেকর্ড করতাম আসলে সেটাই হতো একটি পডকাস্ট।
কিভাবে আসলো এই পডকাস্ট নামটি?
পডকাস্ট (Pod+Cast) দুটি ভিন্ন ভিন্ন শব্দ একত্রিত হয়ে মূলত পডকাস্ট নামটির এসেছে। মূলত পডকাস্ট কথাটি এসেছে অ্যাপল এর খুবই জনপ্রিয় মিউজিক ডিভাইস iPod থেকে Pod এবং Broadcast থেকে Cast এসেছে।
Podcast কথাটি প্রথম ব্যবহার করা যতদূর মনে পড়ে যে ২০০৪ সালে ব্রিটিশ তথ্য ও প্রযুক্তিবিদ, লেখক, সাংবাদিক ব্রডকাস্টার বেন হ্যামার্সলি (Ben Hammerlsy) গার্ডিয়ান প্রত্রিকায় একটি আর্টিকেলে এই Podcast শব্দটি লিখেন।
পডকাস্ট রেকর্ড করতে কি কি লাগে?
পডকাস্ট রেকর্ড করতে হলে আপনাকে প্রথমেই যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটা হলো আপনার মোটামুটি একটা ভালো মানের মাইক্রোফোন লাগবে কারণ অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনার পডকাস্ট নরমালি কেউ শুনবে না। আজকাল স্মার্টফোনেই খুবই ভালো মানের অডিও কোয়ালিটি পাওয়া যায় যদি ভালো করে রেকর্ড করতে পারেন। আর বাজারে খুঁজলে অনেক মাইক্রোফোন পেয়ে যাবেন একহাজার টাকার মধ্যেই বা তারও বেশি দিয়ে আপনি কিনতে পড়বেন যদি আপনার সামর্থ হয়। তারপর আপনি একক ভাবেই রেকর্ড করতে পারবেন তারপর আপনার গেস্টদের নিয়েও পডকাস্ট রেকর্ড করতে পারবেন। যদি আপনি মোবাইল দিয়ে রেকর্ড করেন তাহলে Dolby On: Record Audio & Music এই অ্যাপটি ডাউনলোড করে আপনি আপনার রেকর্ড করা অডিওটি এডিট করতে পারবেন। আর অ্যাপটি iOS এবং Android দুটো প্লার্টফর্মে পেয়ে যাবেন।
তবে আপনার যদি একটি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে থাকে তাহলে অনেক ভালো আপনি খুবই সহজে গেস্টদের নিয়ে বা আপনি নিজে রেকর্ড করতে পারবেন তবে মোবইলেও চাইলে আপনি আপনার গেস্টদের নিয়েও পডকাস্ট রেকর্ড করতে পারবেন। তো প্রথমেই আপনাকে Audacity অ্যাপটি ডাউনলোড করতে হবে। Audacity খুবই একটা জনপ্রিয় একটি টুল যা সুম্পর্ণ ফ্রি সেটা হোক macOS বা Windows এবং এর ইউজার ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলী যে কেউ ব্যাবহার করতে পারবে যদি না যে টেক দুনিয়াতে খুব বেশি একটা অক্ষম না হয়।
তারপর আরো একটি ওয়েতে আপনি একা বা আপনার গেস্টদের নিয়েও পডকাস্ট রেকর্ড করতে পারবেন। সেটি হলো একটি ওয়েবসাইট Zencastr এর মাধ্যমে এবং মজার ব্যাপার হলো এটিও ফ্রি টুল কিন্ত এইটা একটু লিমিট করা এই টুলটি আপনাকে মাসে ২০ ঘণ্টা রেকর্ড করতে দিবে মাসে ২০ ঘণ্টা খুব একটা কম সময় না। যদি আপনি ১ ঘন্টার একটি পডকাস্ট রেকর্ড করেন তাহলে মাসে ২০ টি পডকাস্ট রেকর্ড করতে পারবেন। আর যদি আপনার গেস্ট বেশি থাকে তাহলেও দেখা যায় আপনি মাসে অন্তত ১০ টি রেকর্ড করতে পারবেন প্রতিটির ডিউরেশন ২ ঘণ্টা করে যদি হয়। গোগল করে এমন আরও অনেক টুলের সন্ধান আপনি পেয়ে যাবেন আশা করি।
কোথায় পডকাস্ট আপলোড করবেন?
সব কিছুতো হলো পডকাস্ট রেকর্ড হলো এডিট হলো এখন এটিকে কি ভাবে পাবলিশ করা যায় যাতে আপনার পডকাস্ট সবাই শুনতে পারে। তবে বাংলাদেশের মানুষ খুব যে একটা পডকাস্ট ভালোবাসে ব্যাপারটা এমনও না তাই খুব বেশি একটা ভালো করার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি বাংলাদেশের দুই একটি পডকাস্ট চ্যানেল খুবই ভালো করছে আস্তে আস্তে সামনেও অনেক পডকাস্ট চ্যানেল হয়তো আমরা দেখতে পারবো সেই দিন খুব কাছেই। যাইহোক পডকাস্ট আপলোডের ব্যাপারটা নিয়ে কথা বলা যাক।
- MixedTape.io ( বাংলাদেশী)
- Buzzsprout
- Google Podcast
- Transistor
- Apple Podcast
- Spotify
- Podbean
- Anchor.fm
- YouTube
এছাড়াও আরো অনেক ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম রয়েছে কিন্ত উপদের একটি বাদে আর সবগুলো মোটামুটি অনেক পপুলার হিসেবেই গণ্য করা হয়।
আপনি চাইলে Buzzsprout এ আপনি বাংলায় করা পডকাস্ট আপলোড করতে পারবেন কিন্ত আপনি শেষ পর্যন্ত দেখবেন আপনার ক্রিয়েট করা চ্যানেলে রয়েছে আপনার আপলোডকৃত পডকাস্ট রয়েছে কিন্ত আপনার পডকাস্ট শুনার মতো মানুষ নেই, যদি না আপনার পডকাস্ট ইংলিশে না হয়। তাই যেখানে সেখানে আপনার পডকাস্ট আপলোড না করে আপনার মেইন অর্ডিন্যান্সকে বা দেশকে টার্গেট করে পডকাস্টটি আপলোড করবেন।
আপনি চাইলে আপনার পডকাস্ট ইউটিউবে আপলোড করেন পারেন। তাতে আপনি বাংলাদেশী অডিয়েন্স পাউয়ার সুযোগ বেশি যদি আপনি পডকাস্টটি বাংলায় রেকর্ড করেন। তবে MixedTape.io এবং YouTube ছাড়া বাকি গুলোতে আপনি যদি আপনার বাংলা পডকাস্ট আপলোড করেন তাহলে খুব বেশি একটা ভালো করতে পারবেন না, যদি না আপনার পডকাস্ট ইংলিশে না হয়।
তবে সম্প্রতি “Khalid Farhan” নামের এক ভদ্রলোক একটি পডকাস্ট আপলোড করার একটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন MixedTape.io এটির একটি অ্যাপও লঞ্চ করেছেন তিনি, যেখানে আপনি আপনার রেকর্ড করা পডকাস্ট আপলোড করতে পারবেন এবং সেখানে বাংলাদেশী অডিয়েন্স মোটামুটি ভালো সংখ্যক রয়েছে যারা রেগুলার পডকাস্ট শুনে থাকেন।
বাংলাদেশে পডকাস্টের ভবিষ্যৎ কেমন?
বাংলাদেশের মানুষেরা সাধারণত একটু অলস প্রকতির হয়ে থাকে তাই ঘন্টার পর ঘন্টা মানুষ আজাইরা প্যাঁচাল শুনতে চায় না। বাংলাদেশের অধিকাংশ মানুষেরা একটু কম সময়ে একটু আনলিমিটেড এন্টারটেইনমেন্ট চায় লাইফটাকে চিল করার জন্য।
তবে সবাই যে এমনটা চায় তা কিন্ত নয় অনেক মানুষ আছে যারা রেগুলার পডকাস্ট শুনে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু ভালো মানের পডকাস্ট চ্যানেল গ্রো করা শুরু করছে তার মধ্যে অন্যতম যেই চ্যানেলটি সেটা হলো “The Trinomial Podcast” আসা করা যায় নেক্সট কয়েক বছরে বাংলাদেশের এই জায়গাটি অনেক বড় একটি পরিবর্তন আসবে বলে আমার মনে হয়।
আমি প্রিফার করবো ইউটিউবে নিজের পডকাস্ট এর একটি চ্যানেল শুরু করতে করণ যদি আপনার টপিক ভালো হয়ে আর যদি সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয় তাহলে এইখান থেকেও ভালো করার সম্ভাবনা রয়েছে বলে আমি বিশ্বাস করি। তবে বাংলাদেশের মানুষ এখনো টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনে ব্যাবহার করে এমন মানুষের সংখ্যা খুবই কম কারণ অধিকাংশ অডিও ভিত্তিক স্ট্রিমিং সার্ভিস গুলো টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হয় আর আমাদের দেশের মানুষেরা সামান্য পডকাস্ট বা গান শুনতে একটা টাকা খরচ করতে রাজি না আসা করা যায় ফিউচারে কোনো পরিবর্ত হয়তো আসবে