ডার্ক ওয়েব – শব্দটা মূলত প্রতীকী অর্থে ব্যবহৃত হয়। সেখানে কালো কালো ওয়েবসাইট বা বিশাল বরফের নিচের কোন ওয়েবসাইট – এমন বিষয় নাই। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ জুড়ে ডার্ক নেট রয়েছে। এটি উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীর ক্ষেত্রে এক প্রকার লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়।
ডার্ক ওয়েব মূলত “ডিপ ওয়েব”-এর একটি অংশ। এই অংশে সাধারণ সার্চ ইঞ্জিন প্রবেশ করতে পারে না। যদিও কখনও কখনও ভুল করে “ডিপ ওয়েব” শব্দটি ডার্ক ওয়েবকে বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু ডার্ক ওয়েবে নির্দিষ্ট শর্তে সবাই ঢুকতে পারলেও, “ডিপ ওয়েব”-এ সাধারণ মানুষ ঢুকতে পারে না। নিচে একটি ছবি দিলাম। এটাও মূলত ডার্ক ওয়েবের বিস্তৃতি এবং গোপনীয়তা বুঝতে দেখানো হয়।